Home » Music » বাউল শফি মণ্ডলের গান | না জানি কোন দশা হয় | Baul Shafi Mondol

বাউল শফি মণ্ডলের গান | না জানি কোন দশা হয় | Baul Shafi Mondol

Written By RINKU & SAMPORKA on Saturday, Oct 12, 2019 | 10:30 AM

 
Song: Kon Rose Kon Rotir Khela - কোন রসে কোন রতির খেলা Lyric : Lalon Fakir - লালন ফকির Singer: Baul Shofi Mondol - বাউল শফি মণ্ডল Tune: Baul Shofi Mondol - বাউল শফি মণ্ডল Production: Samporka Lyric of the song: (In Bengali): আর কি বসবো এমন সাধুর সাধবাজারে । না জানি কোন সময় কী দশা হয় আমারে ।। সাধুর বাজার কি আনন্দময় অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয় ভক্তির নয়ন যার, সে চাঁদ দৃষ্ট হয় তার ভববন্ধন জ্বালা যায় গো দূরে ।। দেবের দুর্লভ পদ সে সাধু নাম যার শাস্ত্রে ভাসে ওসে গঙ্গাজননী, পতিতপাবনী সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে ।। আমি দাসের দাস দাসের যোগ্য নই কী ভাগ্যতে এলাম এই সাধ-সভায় লালন বলে মোর, ভক্তিশূন্য মন আবার বুঝি পলাম কদাচারে ।। #ShofiMondol #বাউলগান #BaulSong #বাংলাগান #BaulGaan #ShafiMondal #শফিমণ্ডল #বাউলশফিমণ্ডল #লালনগীতি