Home » Education » রাসূল স. এর পিতা-মাতা কি জাহান্নামী না জান্নাতি ?

রাসূল স. এর পিতা-মাতা কি জাহান্নামী না জান্নাতি ?

Written By Deep thinking of Islam on Monday, Jan 09, 2023 | 08:00 PM

 
রাসূল স. এর বাবা মা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এ নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে । তবে স্পষ্ট সহিহ হাদীসের মাধ্যমে জানা যায় যে, রাসূল স. এর বাবা-মা জাহান্নামেই যাবেন। কারণ তারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন নি। সহিহ মুসিলিম ও আবু দাউদের হাদীস হতে আমরা জানতে পারি যে, রাসূল স. এক ব্যক্তিকে বলেছেন, তোমার পিতা ও আমার পিতা জাহান্নামী। অপর হাদীস হতে জানতে পারি যে, রাসূল স. একবার তার মা আমিনার জন্য দোয়া করতে চেয়েছিলেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ অনুমতি দেন নি কারণ তার মা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কাফিরদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নয়। বাংলাদেশের আহলে হাদীস আলেমদের মধ্যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, শাইখ ড. ইমাম হোসেন, শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী, শাইখ শরীফুল ইসলাম মাদানীসহ সকল আলেম এ বিষয়ে একমত। আল্লাহ, আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। chapter: 1:54 ব্রাদার রাহুল রাসূলের বাবা মা জান্নাতি নয়- 2:26 শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল স. এর মা-বাবা জাহান্নামী 5:58 শহীদুল্লাহ খান মাদানী নবীর মা বাবা জান্নাতে যেতে পারবেন না 6:08 শাইখ বেলাল মাদানী নবী স. এর বাবা মা জান্নাতী হবেন না 6:39 আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী রাসূলের স. পিতা-মাতাকে জীবিত করে কালিমা পড়ানো হয়েছে এ হাদীস জাল। 7:54 শাইখ ইমাম হোসাইন রাসূলের মা বাবা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা জানা আমাদের জন্য জরুরী নয় 9:44 মুজাফ্ফর বিন মহসিন রাসুল স. এর বাবা মা জান্নাতী নয়। 10:17 কাজী ইবরাহীম রাসূল স. এর মা বাবা জান্নাতে যেতে পারবেন না।